Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঢেপা নদী খনন কাজ, হুমকির মুখে শ্মশানঘাট ও রাস্তা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ঢেপা নদী খনন কাজ, হুমকির মুখে শ্মশানঘাট ও রাস্তা

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী খননে হুমকির মুখে পড়েছে শ্মশানঘাট ও চলাচলের রাস্তা। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের ও এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

জানা যায়, উপজেলার নিজপাড়া ইউনিয়নের জগদীশপুর, আওলাখুড়ি, বলরামপুর ও কৈকুড়িসহ চারটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য এই শ্মশান। পাশ দিয়ে বয়ে যাওয়া ঢেপা নদীর ভাঙনে শ্মশানটির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙনে চলাচলের রাস্তাটিও অনেকের জমির ওপর চলে গেছে।

শ্মশান কমিটির সাধারণ সম্পাদক ললিত মহন রায় জানান, ‘এসএ মৌজা ম্যাপ অনুযায়ী পূর্বের নদী খনন করে মাটি পশ্চিম প্রান্তে দিলেই চার মৌজার জনগণ ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান রাস্তা ও বেলতলা মহাশ্মশানটি রক্ষা হতো। বহুবার আসল নদী খননের দাবি জানালেও ঠিকাদার পূর্বের পানি খুঁড়ে শ্মশানঘাটটি পুনরায় ভয়াবহ করে তুলেছে।’

বলরামপুর গ্রামের বাসিন্দা কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার বলেন, ‘ঠিকাদার ড্রেজার দিয়ে নদী খননের কারণে পূর্বের আসল নদী না খুঁড়ে মানুষের জায়গার মাটি খুঁড়ছে। এর ফলে রাস্তা, বাড়িঘর ও শ্মশানটি বিলীন হয়ে যাবে।’

আওলাখুড়ি গ্রামের বাসিন্দা ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সুরুজ আলী জানান, ‘নদী খোঁড়া অন্যায়ভাবে হচ্ছে। সাবেক নদী খোঁড়া হইলে এই এলাকার মানুষের অনেক উপকার হইতো।’

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার জানান, জগদীশপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ৪২-এর ৩২০ নম্বর দাগের পূর্ব পাশ দিয়ে ছোট ঢেপা নদী প্রবাহিত হয়েছে। নদী খননে জনগণের উপকার হবে। তবে ঠিকাদার সরকারি বিধিবিধান না মেনে তাঁর ইচ্ছেমতো নদী খনন করছে। বর্তমানে যেভাবে পানির ওপর দিয়ে নদী খনন হচ্ছে, তাতে করে আগামী বর্ষায় রাস্তা, শ্মশান ও এলাকার জমাজমি বিলীন হয়ে যাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ