পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কচুয়া উপজেলার কাদলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গতকাল শনিবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লালুকে সমর্থন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এএইচএম শাহরিয়ার রসূলের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন তিনি।
শাহজালাল প্রধান জালাল বলেন, ‘তৃণমূলের একজন কর্মী হিসেবে ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে করে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার নির্দেশ পালন করার লক্ষ্যে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।