হোম > ছাপা সংস্করণ

সরকারের ত্রিরত্ন বিড়ম্বনা

বিভুরঞ্জন সরকার

লিখতে বসে একটু সমস্যায় পড়লাম। অনেক বিষয়, কোনটা ছেড়ে কোনটা লিখি? একেবারে টাটকা বিষয় ঘূর্ণিঝড় রিমাল। দীর্ঘ সময় ধরে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের একটি বড় এলাকায় মানুষের জীবনে বড় সংকট তৈরি হয়েছে। অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। মাছের ঘের, খেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে নতুন নয়। প্রকৃতি যে বৈরী হয়ে উঠছে, এর দায় মূলত মানুষেরই। তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের রেকর্ড ভালো, বিধ্বস্ত অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়ানোর অতীত অভিজ্ঞতা আমাদের আছে, সেহেতু আমি এ বিষয়ে লিখতে উৎসাহ পাচ্ছি না।

ভাবলাম ক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্র ১৪-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে কিছু লিখি। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ২৩ মে অনুষ্ঠিত ওই বৈঠকে ১৪ দলের নেতারা কিছু ক্ষোভ-হতাশার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। এই জোট অপ্রয়োজনীয় মনে করলে বিলুপ্ত করার কথাও নাকি বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের প্রয়োজনীয়তার কথা বলেছেন। জোটের শরিক দলগুলোকে শক্তি বৃদ্ধির তাগিদও দিয়েছেন। প্রধানমন্ত্রী ১৪ দলের বৈঠকে এমন কিছু কথাও বলেছেন, যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। যেমন প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না, যদি আমি বাংলাদেশে কারও এয়ার বেজ করতে দিই, ঘাঁটি করতে দিই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারও হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই।

যদি জনগণ চায় ক্ষমতায় আসব, না হলে আসব না। এই কথাগুলো বললাম, কারণ সকলের জানা উচিত।’

তার মানে বাংলাদেশে সামরিক ঘাঁটি বানানোর জন্য সরকারের ওপর চাপ আছে, কিন্তু প্রধানমন্ত্রী সেই চাপ উপেক্ষা করছেন। ক্ষমতায় থাকা না-থাকা তাঁর কাছে বড় বিষয় নয়। জনগণ না চাইলে তিনি ক্ষমতায় আসবেন না। এখানে এসেই একটু তালগোল পাকিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, জনগণ চায় বলেই তিনি ক্ষমতায় আছেন। কিন্তু বিএনপিসহ বেশির ভাগ বিরোধী দল বলছে, সরকার ক্ষমতায় আছে জোর করে। লোকদেখানো একতরফা যে নির্বাচন দেশে হচ্ছে, তাতে জনমতের সত্যিকার প্রতিফলন ঘটছে না। সুষ্ঠু নির্বাচনের আয়োজন হলে সরকারের পতন অনিবার্য। আবার আওয়ামী লীগ মনে করছে, বিএনপির প্রতি মানুষের আস্থা নেই বলেই দলটি নির্বাচন বর্জন করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা মজবুত করার পথে কাঁটা হয়ে কাজ করছে। এখন এই দুই দলের মধ্যে কোনো ধরনের সমঝোতা হওয়ার আশা নেই বললেই চলে। সে ক্ষেত্রে জনগণের চাওয়ার বিষয়টি ভোট ছাড়া আর কীভাবে স্পষ্ট হয়ে উঠবে, সেটাও পরিষ্কার নয়। নির্বাচনের বিকল্প হলো আন্দোলন। বিএনপির ডাকে জনগণ তো জীবনবাজি রেখে আন্দোলনেও নামছে না। তাই দুই পক্ষের পাল্টাপাল্টি কথার লড়াই দেখা ছাড়া আপাতত আর করার কী আছে?

দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই বলে প্রচারণার জবাবে ১৪ দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৪৪ টেলিভিশনের মধ্যে প্রায় ৩৪টি চালু আছে। সবাই কথা বলে, টক শোতেও কথা বলে, সারা দিন সমালোচনা করে, এত  সংবাদপত্র, এত কথা বলার পরে বলে কথা বলতে দেওয়া হয় না। টেলিভিশনে সবাই যখন এইভাবে কথা বলে আমরা তো গলা টিপে ধরি না। কেউ বাধা দেয় না। যার যা খুশি বলে যাচ্ছে। তা সত্য-মিথ্যা যা হোক। ডিজিটাল বাংলাদেশে যে যার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত হয়ে সমালোচনা, মিথ্যা, অপবাদ ছড়ানো হচ্ছে।’

এই যে ‘সমালোচনা, মিথ্যা, অপবাদ’ ছড়ানোর কথা প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রসঙ্গে দু-একটি কথা বলা জরুরি মনে করছি। দেশে এখন তথ্যের ছড়াছড়ি। অনেক সময় সত্য-মিথ্যা যাচাই করাও কঠিন হয়ে পড়ে। তবে আবার এটাও ঠিক যে সব তথ্য মানুষের কাছে সঠিক উপায়ে পৌঁছাক, সেটাও সরকার চায় না। এটা এখন অনেকেই বিশ্বাস করে, সরকার সমালোচনা শুনতে চায় না, প্রশংসা বা স্তুতিবাক্য শুনতে চায়। সরকারের মধ্যে যে খারাপ মানুষ বেশি, সেটা বললে সরকারের কেউ খুশি হবে না। অথচ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ তিনজন মানুষ সম্প্রতি যেভাবে ‘খবর’ হয়েছেন, তাতে কি সরকার এতটুকু বিব্রতবোধ করছে না?

ধামাচাপা দেওয়া এবং শাক দিয়ে মাছ ঢাকা বলে বাংলা ভাষায় দুটি বাক্য আছে। অনেক সময় অনেক কিছু ধামাচাপা দেওয়া সরকারের কোনো কোনো মহলের একটি প্রিয় কাজ বলে মনে হয়। আবার শাক দিয়ে মাছ ঢাকা, অর্থাৎ প্রকৃত ঘটনা আড়াল করে প্রলেপ দেওয়া তথ্য বাজারে ছাড়া হয়। কিন্তু এবার ত্রিরত্নের খবর ধামাচাপাও দেওয়া যাচ্ছে না, কিংবা শাক দিয়েও ঢাকা যাচ্ছে না।

আমি ত্রিরত্ন বলতে বোঝাতে চাইছি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে। সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ খবর হয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্পদের পাহাড় গড়ে এবং সংসদ সদস্য আনোয়ারুল আজীম সোনা চোরাকারবারের টাকা নিয়ে দ্বন্দ্বে কলকাতায় নৃশংসভাবে খুন হয়ে।

অপরাধ যেমন ব্যক্তিগতভাবে করা যায়, আবার গোষ্ঠীবদ্ধ হয়ে বা অনেকের যোগসাজশেও করা যায়। উল্লিখিত ত্রিরত্ন যেসব অপরাধ করেছেন, তার দায় মূলত তাঁদের হলেও এখানে সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। সেনাবাহিনীর প্রধান কিংবা পুলিশপ্রধান কেউ ইচ্ছা করলেই হতে পারেন না। আজিজ আহমেদ এবং বেনজীর আহমেদকে নিজ নিজ পদে নিয়োগ দেওয়ার আগে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া যদি নিখুঁত হতো, শুধু আনুগত্যকে যদি যোগ্যতার মাপকাঠি বলে ধরে নেওয়া না হতো, তাহলে হয়তো তাঁদের নিয়ে আজ সরকারকে লজ্জায় পড়তে হতো না। আবার শুধু জনপ্রিয়তার ওপর ভিত্তি না করে তাঁর জীবন-জীবিকার বিষয়ে যদি খোঁজখবর নিয়ে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হতো, তাহলেও দলকে আজ একজন অপরাধীর রক্ষক মনে করা হতো না।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আদালত বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা ২০২ দলিলে ৬২১ বিঘা জমি জব্দ করেছেন। ২০২৩ সালের ৫ মার্চ মাত্র ২ কোটি ১৯ লাখ টাকায় কেনা গুলশানের ৯ হাজার ১৯২ বর্গফুটের চারটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে। ফ্ল্যাটগুলোর প্রকৃত মূল্য ২০ কোটি টাকার বেশি। বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার, তিনটি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাওয়া গেছে। বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের শতভাগ মালিকানায় থাকা সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট ও একটি শিশির বিন্দু নামের প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করেছেন আদালত। দেশে একজনের নামে ৬০ বিঘার বেশি জমি থাকা আইনত নিষিদ্ধ হলেও একটি আইনপ্রয়োগকারী সংস্থার প্রধান কীভাবে শত শত বিঘা জমি ও শত শত কোটি টাকার অন্যান্য সম্পদের মালিক হলেন, তার জবাব কে দেবে?

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে ২০ মে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা। জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগ, তাঁর কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে।

জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগগুলো নতুন নয়। কিন্তু এত দিন সরকার এসব না দেখার ভান করেছে।

কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আনোয়ারুল আজীম সম্পর্কে সংবাদপত্রে কত ধরনের প্রতিবেদন ছাপা হচ্ছে। তিনি জীবিত থাকতে কেন এসব বিষয়ে কেউ মুখ খোলেনি? একজন চিহ্নিত চোরাকারবারি দেশের আইনপ্রণেতা হবেন, একজন সেনাপ্রধান চাকরিরত অবস্থায় প্রভাব খাটিয়ে অন্যায়ের সঙ্গী হবেন, পুলিশের আইজিপি চাকরিরত অবস্থায় সেরা করদাতা হবেন, এগুলো কি সরকারের জন্য খুব গৌরবের বিষয়? তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে সরকারের সম্মতি আছে—এটুকু বললেই কি দায়মুক্তি ঘটে? পদ হারালে ব্যবস্থা নয়, পদে থাকতে কারও বিরুদ্ধে অপরাধ বা অন্যায়-অনিয়মের অভিযোগ উঠলে সেটা বিবেচনায় নেওয়াটাই জরুরি।

বিভুরঞ্জন সরকার, জ্যেষ্ঠ সহকারী সম্পাদক, আজকের পত্রিকা 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন