বরিশালের আগৈলঝাড়ায় প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গত বুধবার রাতে উপজেলা সদরের বাইপাস সড়কে কয়েকটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে জব্দ করা জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথভাবে জাটকাবিরোধী অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পরে সেগুলা পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, বাগধা মাদ্রাসা ও এতিমখানা, গৈলা ছোটমনি নিবাস, ঐচারমাঠ দোয়েল বালক-বালিকা হোস্টেল ও কয়েকজন ভ্যানচালকের মাঝে বিতরণ করা হয়। জাটকাবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।