চট্টগ্রামের মিরসরাই হানাদারমুক্ত দিবস গতকাল বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ ছাড়া গতকাল সকালে হানাদারমুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কবির আহম্মদ। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমা।
এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পোষ্যদের লেখাপড়া ও চাকরির ক্ষেত্রে কোটা পুনর্বহাল, বাধ্যতামূলকভাবে মুক্তিযুদ্ধের বিষয়াবলি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ মিরসরাইয়ের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিল্পকারখানায় মুক্তিযোদ্ধাদের সন্তান ও পোষ্যদের কোটা ও অগ্রাধিকার ভিত্তিতে চাকরির দাবি জানানো হয়।