যশোরের কেশবপুর মুক্ত দিবস উপলক্ষে ৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আমরা সাজাব কেশবপুর নামের একটি সংগঠনের উদ্যোগে প্রেসক্লাবের হল রুমে ওই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অসীত কুমার ভদ্র।
আয়োজক সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।