লালমোহনে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে দিপক চন্দ্র দে (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিপক ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেসর চন্দ্র দের ছেলে ও ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী দিপক ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুগঞ্জ বাজারে এসে বিপরীত দিক থেকে আসা অপর একটি ধানবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ট্রলি আটক করা হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।