খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণের পাঁচ বছর পরেও তা প্রদর্শনীতে রাখায় এক দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন জেটিঘাট বাজারে এ অভিযান চালানো হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জেটিঘাট চিটাগং স্টোরে গিয়ে নির্বাহী হাকিম দেখতে পান দোকানের প্রদর্শনীতে পাঁচ বছর আগে মেয়াদ শেষ হওয়া পণ্য বিক্রির উদ্দেশে রাখা হয়েছে। এ সময় তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ওই দোকানের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন। একই সঙ্গে দোকানের মালিক থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে জেটিঘাট ক্যাফে আজিজ হোটেলকে একই আইনে আট হাজার টাকা এবং সজল দাশের দোকানকে পাঁচ শ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৩টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাট বাজার। একপাশে কাপ্তাই লেক অন্য পাশে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কাপ্তাই লেক হয়ে প্রতিদিন শত শত যাত্রী রাঙামাটি সদর এবং বিলাইছড়ি উপজেলায় গমন করেন। এ ছাড়া সাপ্তাহিক বাজার শনিবারে শত শত পাহাড়ি-বাঙালি ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে।
স্বাভাবিক কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের চাহিদা রয়েছে এই বাজারে। সেই সুযোগে বছরের পর বছর কিছু কিছু দোকানদার অসচেতন ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে আসছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এসব কারণে প্রায়ই এই বাজারে কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জেটিঘাট বাজারে অভিযান চালান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।