লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জালসহ ক্ষতিকর সব ধরনের জাল অপসারণে এই অভিযান চালানো হয়।
গতকাল বুধবার বিকেলে আসলপাড়া স্কুল ঘাটে বিশেষ চিরুনি অভিযানে জব্দ করা বেশ কিছু জাল আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোস্টগার্ডের কর্মকর্তা মো. বাবুল আক্তার।
অভিযানকালে ২০টি বেহুন্দি জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো মেঘনার পাড়ে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। তা ছাড়া জব্দ জাটকাগুলো স্থানীয়দের মাঝে বিলি করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, দিনব্যাপী মেঘনা নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযানে জব্দ অবৈধ জালগুলো ধ্বংস করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে মাসব্যাপী এ অভিযান চলবে।