তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ধনবাড়ীতে তিন দিনব্যাপী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মো. ফরিদ আহমেদ, কৃষক ছোহরাব আলী ও কৃষাণি নাজমা বেগম প্রমুখ। এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।