অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের সব প্রার্থীকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ ও রত্নপুর ইউপি শনিবার সকালে পরিষদ চত্বরে ওই সভার আয়োজন করে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মুক্তিযোদ্ধা ফারুক ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাফ আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা আওলাদ কাজী, রিয়াজ কাজী, নান্না শরীফ, নাসির তালুকদার প্রমুখ।