যশোরের চৌগাছায় প্রায় ৪০ কিলোমিটার তাড়া করে এক কৃষকের চুরি যাওয়া দুটি গরুসহ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এ সময় গরু বহনে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুল হালিম। তাঁর বাড়ি খুলনার রূপসায়।
গতকাল বুধবার ভোরে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা থেকে তাড়া করে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা ঘুরে আবারও ফাঁসতলায় পৌঁছে তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল হালিমকে আটক করে।
এসআই বিপ্লব সরকার বলেন, ‘রাত দেড়টার দিকে ফাঁসতলা চার রাস্তার মোড়ে অবস্থানকালে সন্দেহজনক গতিবিধি থাকায় ট্রাকচালক আব্দুল হালিমকে থামতে বলা হয়। কিন্তু তিনি গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটিকে ঝিনাইদহের মহেশপুর সদর, খালিশপুর বাজার ও কোটচাঁদপুর উপজেলা শহর ঘুরে চৌগাছার বড়খানপুরের মধ্য দিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার তাড়া করে পুনরায় ফাঁসতলায় পৌঁছে আটক করতে সক্ষম হই।’