Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘সিএনজি অটোর তথ্য মিলবে কিউআর কোডে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘সিএনজি অটোর তথ্য মিলবে কিউআর কোডে’

কিউআর কোডে চট্টগ্রাম নগরীর সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকদের তথ্য মিলবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

গতকাল নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধনীতে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ স্লোগানে শুরু হয়েছে সপ্তাহটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, নগরে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ভেরিফায়েডের কাজ শুরু করেছে সিএমপি। এখন পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল অটোরিকশার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে।

সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এসব কাজ সম্পন্ন হলে সিএনজি অটোরিকশাগুলো শৃঙ্খলায় আনা যাবে। কিউআর কোডে মিলবে চালক-মালিকের তথ্য। যাত্রীদের নিরাপত্তায় এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ