Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঘরে ঘরে ডায়রিয়া জ্বর, সর্দির রোগী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

ঘরে ঘরে ডায়রিয়া জ্বর, সর্দির রোগী

তীব্র তাপপ্রবাহের কারণে জয়পুরহাটের কালাইয়ে জ্বর-সর্দি-কাশি রোগীর সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ ৪০০ থেকে ৫০০ রোগী সেবা নিচ্ছেন। এর মধ্যে জ্বর, গলা ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার হাসপাতাল হওয়া সত্ত্বেও গতকাল রোববার বেলা ৩টা পর্যন্ত এখানে ভর্তি ছিলেন ৮৫ জন। এই গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের বহির্বিভাগে সেবা নিয়ে বাড়ি ফিরছেন উপজেলার তালখুর গ্রামের তুষার মিয়া (২৫)। তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের কারণে আমার জ্বরের সঙ্গে কাশিও হয়েছে। এ জন্য হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছি।’

হাসপাতালে জ্বর, সর্দি নিয়ে ভর্তি হয়েছেন উপজেলার উদয়পুরের কাশিপুর গ্রামের দেলোয়ারা বেগম (৫৫)। তিনি বলেন, ‘গরমে জীবন যায় যায় অবস্থা। গরমের কারণে হঠাৎ জ্বর, সর্দি, কাশি নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছি।’

জ্বর নিয়ে ভর্তি হয়েছেন উপজেলার চকমুরুলি গ্রামের শিশু তারেক হাসান (১১)। শিশুর বাবা আহম্মদ আলী বলেন, গরমের কারণে ছেলের জ্বর না কমার কারণে বাধ্য হয়ে গতকাল হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন একটু সুস্থ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জুয়েল হোসেন বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসাসেবা নিচ্ছে। এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সল নাহিদ পবিত্র আজকের পত্রিকাকে বলেন, প্রচণ্ড গরমের কারণে এখন ঘরে ঘরে সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া আক্রান্তের রোগীর হার বাড়ছে। এতে বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে যেন কেউ বের না হয়। এ ছাড়া যারা এখনো করোনার টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়াসহ ঘরে এবং বাইরে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ