মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষের লোকজন বরগুনায় শিক্ষক দম্পতির বাড়ি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন ওই দম্পতি।
সংবাদ সম্মেলন তালতলী উপজেলার পাজরাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকসুদুল ইসলাম ও তাঁর স্ত্রী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান জানান, তাঁরা ৪০ বছর ধরে পৈতৃক বাড়িতে বসবাস করে আসছেন। ২০১৭ সালে পুরোনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু করলে প্রতিবেশী গোলাম কবির ও তাঁর ভাই বাবুল ষড়যন্ত্র শুরু করেন। প্রথমে তাঁরা শিক্ষক দম্পতির পুকুর দখল করেন। এ ঘটনায় জিডি করা হয়। কিন্তু এরপর ২০১৭ সালে তাঁদের বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা ও অভিযোগ দেওয়া হয়। ২০২০ সালে ইসরাত জাহানের নামে আমতলী জুডিশিয়াল কোর্টে ফৌজদারি মামলা করা হয়। ২০২০ সালের মার্চে আমতলী আদালতে পৃথক মামলা কর হয়। ২০২২ সালের ২ জানুয়ারি বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। একই বছরের ৫ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে চাঁদাবাজির মামলা করা হয়।
শিক্ষক মোহাম্মদ মাকসুদুল ইসলাম বলেন, ‘প্রতিপক্ষ গোলাম কবীর আমাদের বাড়ি ছাড়া করতে এ পর্যন্ত ২০টির বেশি মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।’
জানতে চাইলে গোলাম কবীর বলেন, ‘শিক্ষক মাকসুদুলের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ আছে। তাঁরাও মামলা করেছেন। আমরাও করেছি।’