গাজীপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা রেলওয়ে ময়দানে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়া, সঞ্চালনা করেন শ্রীপুর পৌর জাপার সদস্যসচিব মাহবুবুর রহমান। সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা জাপার সদস্যসচিব ও শ্রীপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কিররিয়া, অধ্যাপক আব্দুল আজিজ, শ্রীপুর উপজেলা জাপার সদস্যসচিব অধ্যাপক সাইফুল ইসলাম।
এতে আরও বক্তব্য দেন শ্রীপুর পৌর জাপার আহ্বায়ক চিশতী আলমগীর হোসেন, কাপাসিয়া উপজেলার জাপার সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল কবির, কালিয়াকৈর পৌর জাপার সাধারণ সম্পাদক রুস্তম আলী, গাজীপুর জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিকদার, শ্রীপুর উপজেলা যুব সংহতির সদসসচিব রায়হান মোল্লা, রহিম শেখ, আপেল মাহমুদ প্রমুখ।