লালমোহনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে প্রায় ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কর্তারহাট বাজারের পশ্চিম পাশে চন্দ্রারমার পোল এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিতা রানী, প্রিয়া রানী, কামাল, আরমান, সুজন, ফয়সালসহ ১০ জন যাত্রী। তাঁরা উপজেলা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
কামরুল, শাজাহানসহ বাসের কয়েকজন যাত্রী জানান, একটি বাসে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। দ্রুত গন্তব্যে পৌঁছাতে বেপরোয়া গতিতে বাস চালাতে থাকেন চালক। একদিকে খানাখন্দে ভরা সড়ক, অপরদিকে বেপরোয়া গতি, দুইয়ে মিলিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে সড়ক থেকে ছিটকে বাইরে হেলে পড়ে বাসটি।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ‘এমন ঘটনার সংবাদ শুনেছি। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’