ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার বাসিন্দা। গতকাল বুধবার বিকেলে করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র জানান, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৩৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন দুজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়। তবে করোনায় কারও মৃত্যু হয়নি। ৮৩টি নমুনা পরীক্ষায় করোনাও শনাক্ত হয়নি।