ঈশ্বরগঞ্জে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার রাতে সবার অগোচরের ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, পারিবারিক বর্ণনা অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।