গোপালপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার সকালে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ এই দেয়ালিকার উদ্বোধন করেন। শেখ রাসেল দিবস উপলক্ষে এ দেয়ালিকা তৈরি করা হয়।
অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক কলেজে দেয়ালিকার জন্য প্রথমে স্থায়ীভাবে স্থান নির্ধারণ করা হয়। পরে লেখা সংগ্রহ করে এই দেয়ালিকা করা হয়। ওই নির্ধারিত স্থানে শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে তা উপস্থাপন করবে। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে এ দেয়ালিকা।
এ সময় কলেজের উপাধ্যক্ষ মানিকুজ্জামান, কলেজের সাবেক জিএস মারুফ হাসান জামি প্রমুখ।