Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আগৈলঝাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায়  অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট ও পূর্ব সুজনকাঠী নামের দুটি স্থানে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছিলেন প্রভাবশালী গোপাল হালদার ও ফারুক আকন।

স্থানীয়দের অভিযোগের পর গতকাল সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন দুটি দোকানঘর উচ্ছেদ করেন।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গোপাল হালদার ও পূর্বসুজনকাঠী সেতু সংলগ্ন স্থানে অবৈধভাবে খাল দখল করে ফারুক আকন কাঠের দোকানঘর নির্মাণ শুরু করেন। দোকানের বেশির ভাগ অংশ খালের মধ্যে ও সরকারি জায়গায় পড়েছে বলে অভিযোগ রয়েছে। দখলকারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। এই অবৈধ স্থাপনা নির্মাণ হলে খালের পানি প্রবাহে বাধাগ্রস্তসহ সরকারি জায়গা দখল হয়ে যেত। ফলে আগামী বছর ইরি-বোরো মৌসুমে ধান চাষে পানির সমস্যায় পড়তে হবে কৃষকদের।

এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছিল উপজেলা প্রশাসনের কাছে। এ ঘটনার পরে উপজেলা প্রশাসন গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু খাল দখল করা দোকান ঘর ও সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন কাঠের দুটি দোকানঘরই উচ্ছেদ করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন, থানার উপপরিদর্শক মাহাবুবসহ পুলিশ সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, এলাকাবাসীর অভিযোগের পর অবৈধ দোকানঘর দুটি উচ্ছেদ করা হয়েছে। খাল দখল করে অবৈধভাবে কোনো ব্যক্তিকেই দোকানঘর নির্মাণ করতে দেওয়া হবে না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ