মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকরে এই অভিযান চালানো হয়। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল ও উপজেলা মৎস্য অফিস সহযোগিতা করে।
মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।