বিনিয়োগ বাড়াতে করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় সংস্থাটি এ প্রস্তাব করে। বৈঠকে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন।
বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বিভিন্ন প্রস্তাব তুলে ধরে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে করহার কমাতে হবে। বিশেষ করে দেশীয় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৮ শতাংশ বিবেচনা করা যেতে পারে। আর বৈশ্বিক করপোরেট করের গড় হার ২৪ শতাংশের বিষয়টি আমলে নিয়ে দেশের করপোরেট কর কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
শাহ মোহাম্মদ মাহবুব বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করের হার বেশি হওয়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহ দেখান না। তিনি জানান, বাংলাদেশে অগ্রিম আয়কর ও উৎসে করসহ সব মিলিয়ে করপোরেট করহারের সামগ্রিক করহার ৪০ থেকে ৪৫ শতাংশ। তিনি পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের করহারের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, সেখানে এই হার ২০ শতাংশ, ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ ও মালয়েশিয়ায় ২৪ শতাংশ। আর অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট কর ৩০ শতাংশ। আগামী বাজেটে বিনিয়োগ বাড়াতে হলে করের হার কমাতে হবে।
কর কমানোর বিষয়ে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিডা, বেজা, বেপজাকে উদ্দেশ করে বলেন, ‘করপোরেট করে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। তারপরও সবাই একযোগে এটা কমানোর প্রস্তাব করছে। এটা কাম্য নয়।’