পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বোদা একুশ স্মৃতি পাঠাগারের এর আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
গতকাল বুধবার সকালে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুষ্পস্তবক দেওয়ার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন শুরু হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিকেলে শিশুদের চিত্রাঙ্কন ও সন্ধ্যায় পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী আলোচনা সভায় বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, লক্ষী রানী বর্মন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহকারী অধ্যাপক মনি শংকর, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিউল করিম প্রমুুখ। ১৯৭১ সালের ১ ডিসেম্বর বোদা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়।