হোম > ছাপা সংস্করণ

বন্য হাতির তাণ্ডব: ফসল বিনষ্টের অর্ধেক ক্ষতিপূরণও মেলে না

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের প্রান্তিক চাষি আজাহার আলী ধারদেনা করে পাহাড়ি ঢালে ৩০ শতাংশ জমিতে ঝিঙে লাগিয়েছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু সবজি বাজারজাত করার কয়েক দিন আগে এক রাতে বন্য হাতির দল হানা দিয়ে মাড়িয়ে ও খেয়ে পুরো খেত সাবাড় করে ফেলে। তখন জানতে পারেন আবেদন করলে বন বিভাগ থেকে ক্ষতিপূরণ পাবেন। এতে কিছুটা স্বস্তি ফিরলেও সেই ক্ষতিপূরণ হাতে পেয়ে হতাশ হন তিনি।

উপজেলার কড়ইতলি গ্রামের বাসিন্দা আজাহার বলেন, খেত প্রস্তুতসহ আনুষঙ্গিক খরচ হয়েছিল প্রায় ৩০ হাজার। সেখানে বন বিভাগ থেকে ক্ষতিপূরণ পেয়েছেন ১৫ হাজার টাকা। ফসলি জমির এমন অপর্যাপ্ত ক্ষতিপূরণ নিয়ে আজাহারের মতো উপজেলার ভুবনকুড়া ও গাজীরভিটা ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক অসন্তুষ্ট।

সীমান্তের কৃষক, জনপ্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে তাণ্ডব চালায়। নষ্ট করে ফসলি জমি ও বসতভিটা।

বন বিভাগ বলছে, হাতির আক্রমণে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হলে নিয়ম অনুযায়ী আবেদন করতে বলা হয়। যাঁরা আবেদন করেন তাঁদের জমির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে কৃষকদের দাবি, যে ক্ষতিপূরণ দেওয়া হয় তাতে খরচের অর্ধেকও মিলছে না। 

স্থানীয় কৃষক আব্দুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আত্তি সব শেষ করল। পাইলাম কী? ৪০ হাজার খরচ কইরা ১৫ হাজার। অর্ধেকও পাই নাই। আমরা এখন নিরুপায়। সরকার যদি ক্ষতিপূরণের টাকা বাড়িয়ে দিত তাইলে বিরাট উপকার অইত।’

চলতি অর্থবছরে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ীর আংশিক এলাকায় হাতির আক্রমণে এখন পর্যন্ত ৯৫ জন ক্ষতিগ্রস্ত কৃষককে সর্বমোট ১৬ লাখ ৬৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর (হালুয়াঘাট ও নালিতাবাড়ী ‘এ’ বিটের অংশ) বিট কর্মকর্তা মাজাহারুল হক বলেন, ফসলের ধরন অনুযায়ী একরপ্রতি সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদন যাচাই-বাছাই শেষে ৮৬ জনকে ক্ষতিপূরণে দেওয়া হয়েছে। আরও ৩১টি আবেদন যাচাই শেষে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে ভেদিকুড়া বিট কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ধোবাউড়া উপজেলায় ইতিমধ্যে নয়জন কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন