কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চার লাখ মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোলার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা করে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর চরবৈরাগী ও গাজীপুর চরে অভিযান চালানো হয়। এ সময় দৌলতখানের মদনপুর চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদীতে ফেলে রাখা চার লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই জালগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।