সিরাজগঞ্জে স্কুল পর্যায়ের এক হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা পরিষদে চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ টিকা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, উৎসবমুখর পরিবেশে বিএল উচ্চবিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।’