Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: গণিতে ভালো করার ৫ কার্যকরী উপায়

আলভি আহমেদ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: গণিতে ভালো করার ৫ কার্যকরী উপায়

অনেক শিক্ষার্থীর কাছেই গণিত বেশ ভীতির একটি বিষয়। তবে কৌশলে প্রস্তুতি নিলে গণিতেও ভালো ফল করা সম্ভব। এইচএসসি পরীক্ষায় গণিতে শিক্ষার্থীদের ভালো করার জন্য পাঁচটি কার্যকরী কৌশল নিয়ে লিখেছেন ম্যাথট্রনিক্সের সহপ্রতিষ্ঠাতা আলভি আহমেদ

মৌলিক বিষয়ে গুরুত্ব দিন
নির্দিষ্ট একটি অধ্যায় শুরু করার আগে মূল কনসেপ্ট বা ধারণা সম্পর্কে জানতে হবে। গাণিতিক সমস্যা সমাধানে পারদর্শী ও অপারদর্শী শিক্ষার্থীর মধ্যে একধরনের পার্থক্য দেখা যায়। গণিতে পারদর্শীদের অধ্যায়ভিত্তিক মৌলিক ধারণার ওপর সম্পূর্ণ দক্ষতা থাকে। অপারদর্শীদের অবস্থা ঠিক বিপরীত। তবে কোনো অধ্যায়ের মৌলিক ধারণার ওপর যথেষ্ট দক্ষতা থাকলে গণিত সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার্থীর মধ্যে সমস্যা সমাধানের সময় সূত্র প্রয়োগের ক্ষেত্রে জোরালো যুক্তি তৈরি হয়। ফলে গণিত ভীতি কমে যায় ও আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস ও বিষয়ভিত্তিক মৌলিক দক্ষতার সংমিশ্রণে পরীক্ষায় তুলনামূলক ভালো নম্বর পাওয়া যেতে পারে। 

নিয়মিত অনুশীলন করতে হবে
পরীক্ষার হলে অনেক সময় দেখা যায়, অর্ধেক গণিত সমাধানের পর বাকি পদক্ষেপ বা ধাপ ভুলে যায় শিক্ষার্থী। শত চেষ্টা করেও তখন আর ভুলে যাওয়া ধাপটি মনে করতে পারে না। ফলে সেই গণিতের সমাধান করাও হয়ে ওঠে না। এই ভুলে যাওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত অনুশীলনের অভাব। গণিতের সব নিয়মকানুন মনে রাখার জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।

অধ্যায়ভিত্তিক নোট তৈরি
এইচএসসিতে গাণিতিক সমস্যার পরিধি অনেক বেশি। তাই শিক্ষার্থীদের অধ্যায়ভিত্তিক নোট তৈরি করার অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সহায়ক। নোট তৈরি করে রাখলে পরীক্ষার আগে স্বল্প সময়ে রিভিশনের জন্য দুশ্চিন্তা করতে হবে না। সেই সঙ্গে কোনো অংশে সমস্যা হলে, কিংবা বারবার ভুল হওয়ার ক্ষেত্রে নোট খাতায় চিহ্নিত করে রাখা যেতে পারে। তাহলে রিভিশনের সময় বারবার সেই ভুল করা অংশটি চোখে পড়বে এবং ভুলের আশঙ্কাও কমে আসবে।

বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের ওপর ধারণা রাখা
প্রতিটি পরীক্ষার জন্যই বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা খুব জরুরি। প্রশ্নপত্র সমাধানের মধ্য দিয়ে মূল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে মনে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি পরীক্ষার হলে প্রশ্নপত্রের পেছনে সময় অপচয় কম হয়। দুটো মিলিয়ে পরীক্ষায় ভালো করা সহজ হয়ে ওঠে।  

পরীক্ষার আগে মডেল টেস্ট দেওয়া
পরীক্ষার আগে নমুনা প্রশ্নপত্র নিয়ে ঘড়িতে সময় ধরে মডেল টেস্ট দেওয়া বেশ কার্যকরী পদ্ধতি। এর মধ্য দিয়ে পরীক্ষার সময় ব্যবস্থাপনা নিয়ে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। পাশাপাশি কোনো অংশে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নতি করা দরকার, সেই বিষয়েও জানা এবং উন্নতি করা যায়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ