যশোরে এবার ই-কমার্স প্রতিষ্ঠান ই-বিপণি লিমিটেডের বিরুদ্ধে সোয়া ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত সোমবার যশোর জেসটাওয়ারের সিএইচএল স্কুল অপ টেকনোলজির মালিক রানা হামিদ এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন মাগুরা জেলার শালিখার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ই-বিপণি লিমিটেডের সিইও অভয়নগরের ফুলেরগাতি গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে মিঠুন কুমার রায় ও তাঁর স্ত্রী ই-বিপণি লিমিটেডের চেয়ারম্যান জ্যোতিকা রায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ই-কমার্স ব্যবসায়ী। তাঁরা ২৫ শতাংশ ছাড়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন সেট বিক্রি করতেন। প্রতিষ্ঠানের ঘোষণা ছিল, তাঁদের ই-কমার্স সাইটে টাকা জমা দিলে ২৫ শতাংশ ছাড়ের মোটরসাইকেল ও মোবাইল ফোন সেট ৬০ দিনের মধ্যে সরবরাহ করবেন। রানা হামিদসহ ১৭ জন ক্রেতা মোটরসাইকেল কেনার জন্য ওই প্রতিষ্ঠানের ই-কমার্স সাইটে সোয়া ৪১ লাখ টাকা জমা দেন। এর মধ্যে রানা হামিদ ২৫ শতাংশ ছাড়ে একটি ইয়ামাহা আর-১৫ ভি-৪ মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা দেন। কিন্তু আসামিরা প্রতিশ্রুতি অনুযায়ী মোটরসাইকেল সরবরাহ করেননি।