Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় আগুনে পুড়ল নৌকা প্রতীক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায়  আগুনে পুড়ল নৌকা প্রতীক

নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মুছাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন ভূঁইয়া। তাঁর অভিযোগ দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়া।

মুছাপুর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন, মুছাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মাদ হোসেন ভূঁইয়া (নৌকা), জাকের পার্টির গোলাম রব্বানী (গোলাপ ফুল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সানা উল্লাহ ভূঁইয়া (আনারস)।

সরেজমিনে দেখা গেছে, মুছাপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আগুনে পোড়া বাঁশ ও কাপড়ের তৈরি একটি নৌকা প্রতীক ঝুলছে। নিচে পড়ে আছে কিছু পোস্টার। পোস্টারগুলো একজন সংরক্ষিত নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীর। পাশেই পাওয়া গেছে এক বোতল পেট্রল।

গ্রাম পুলিশ সদস্য পরিতোষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘রাত ২টা পর্যন্ত নৌকা টানানো ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি নৌকাটি আগুনে পোড়ানো। এর পর চেয়ারম্যানকে খবর দিই।’

জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থী সানা উল্লাহ ভূঁইয়া। এটি তাঁর বা তাঁর সমর্থকদের কাজ হতে পারে। তাঁর সন্ত্রাসী বাহিনী প্রতিটি গ্রামেই আমার কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

বিদ্রোহী প্রার্থী সানা উল্লাহ ভূঁইয়া জানান, নৌকা প্রতীক পোড়ানো ও হুমকির অভিযোগটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে আমার কর্মীরা কিছুই জানে না।

রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, প্রতীক পোড়ানোর ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত শেষে ব্যবস্থা নেবেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ