ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা আওয়ামী লীগ তাঁকে বহিষ্কার করে।
গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে এম শহিদুল্লাহ খোন্দকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। দলের নির্দেশনা মোতাবেক শহরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার শামীমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।