‘আসুন শান্তি স্পর্শ করি, মানবিক মানুষের সমাজ গড়ি’ প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে পথশিশুদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করব জয়’ সমাজ কল্যাণ সংস্থা।
গতকাল রোববার দুপুরে উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে এসব খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যেরা। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ, উপদেষ্টা আনন্দ কুমার গুপ্ত, সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, রিয়া গুপ্ত, শর্মিলী ছন্দা, লিটন সরকার প্রমুখ।