সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পরিচয়ে বিকাশ এজেন্ট মিন্টুর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় শাওন আহমেদ ও গোলাম রসুল নামের দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট টু সোনাবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শেখ মিন্টু হোসেন জানান, ব্যাংক থেকে ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দোকানে আসার পথে কয়েকজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর মোটরসাইকেল থামায়। পরে তাঁরা টাকা ছিনতাই করতে গেলে তিনি চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে সোপর্দ করে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
এদিকে গত ৫ জানুয়ারি রাতে হেলাতলা ইউনিয়নে একই পদ্ধতিতে ২ লাখ টাকা ছিনতাইের ঘটনা ঘটে। এতে উপজেলার হেলাতলা গ্রামের সামসুর সরদারের ছেলে বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবলুর রহমান (৪০) আহত হন।
বাবলুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় হেলাতলা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে পথিমধ্যে হেলাতলা মোড়ে পৌঁছালে ২টি মোটরসাইকেলে ৩ জন মাঙ্কি টুপি পরা ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এ সময় ওই তিন ব্যক্তি তাঁর গলায় চাকু ধরে ছিনতাইকারীরা ব্যাগে থাকা ২ লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় তাঁরা বাবলুর গলায় ছুরি দিয়ে আঘাতও করেন। এ ঘটনায় গত মঙ্গলবার সকালে আহত ব্যবসায়ী বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে জনগণের হাতে আটক হওয়া দুজন যুবক আপন দুই ভাই। দুই ঘটনার বিষয়েই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার তথ্যবহুল রহস্য জানানো যাবে।