দিনাজপুরের বীরগঞ্জে ৮ ঘণ্টার ব্যবধানে চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৬৮) ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা বীরগঞ্জ পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা।
জানা গেছে আমজাদ হোসেনের একমাত্র ছেলে ইমরান তানিম (৩০) গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে মারা যান।
ছেলের মৃত্যুর খবরে বাবা আমজাদ হাসেন অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় আমজাদ হোসেন মারা যান।
আমজাদ হোসেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলামের বড় ভাই।
৮ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বাদ জুমা বীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে উত্তর সুজালপুরে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।