Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আজ শত্রুমুক্ত হয়েছিল মিরসরাই উপজেলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আজ শত্রুমুক্ত হয়েছিল মিরসরাই উপজেলা

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ মঙ্গলবার। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাইয়ের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে উপজেলা শত্রুমুক্ত করেছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ বলেন, ডিসেম্বরের প্রথম দিকেই মিরসরাইয়ের বেশির ভাগ এলাকা শত্রুমুক্ত হয়। কিন্তু পাকিস্তানি বাহিনীর কিছু সদস্য ও তাদের দোসর রাজাকার, আল-বদর সদস্যরা তখনো থানা সদরে অবস্থান করছিল। তাদের আস্তানা ছিল মিরসরাই উচ্চবিদ্যালয় (বর্তমান মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়) ও মিরসরাই থানায়। যে কারণে পুরো মিরসরাইকে শত্রুমুক্ত ঘোষণা করা যাচ্ছিল না।

কবির আহমদ আরও বলেন, ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা খবর পেলেন, পাকিস্তানি সেনারা মিরসরাইয়ের ওয়্যারলেস ভবন (বর্তমান টিঅ্যান্ডটি ভবন) ধ্বংস করে থানা সদরে অবস্থান নিয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আত্মসমর্পণ করে দখলদারেরা। মুক্ত হয় মিরসরাই। চারদিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হাজারো মানুষ এদিন মিরসরাই উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হয়।

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, সেদিন মৌলভি শেখ আহমদ পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৮ ডিসেম্বর নানা কর্মসূচি নেয় মিরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। তাঁদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াসহ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নানা রকম আয়োজন করে থাকে। আজ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ