হোম > ছাপা সংস্করণ

নারীর ক্ষমতায়নে বৈষম্যমূলক আইনের পরিবর্তন চায় ব্লাস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যমূলক আইন পরিবর্তন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে ব্লাস্ট। সংস্থাটির প্রত্যাশা, সরকার নারীর সাংবিধানিক ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাইকোর্টের দেওয়া প্রগতিশীল রায় ও বিদ্যমান আইনগুলোর দ্রুত বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বৈষম্যমূলক আইন পরিবর্তন ও সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর সমতা ও সম-অধিকার নিশ্চিতে বিভিন্ন সময়ে উচ্চ আদালত বহু প্রগতিশীল রায় দিলেও শুধু সুষ্ঠু বাস্তবায়নের অভাবে তার পূর্ণাঙ্গ সুফল পাচ্ছেন না নারীরা। ২০১৮ সালের ১২ এপ্রিল ধর্ষণের শিকার নারী ও কন্যাশিশুর ডাক্তারি (মেডিকো-লিগ্যাল) পরীক্ষার ক্ষেত্রে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করে আটটি সুস্পষ্ট নির্দেশনাসহ রায় দেন উচ্চ আদালত। কিন্তু উদ্বেগের বিষয় হলো, ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষায় এখনো টু ফিঙ্গার টেস্টের প্রয়োগ পরিলক্ষিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে ব্লাস্টের সেইফপ্লাস প্রকল্পের আওতায় এরশাদ স্কুলমাঠ, কড়াইল, ঢাকায় এবং সজাগ কোয়ালিশন পক্ষে ব্লাস্টের পিজিজের আওতায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (দেওয়ান ইদ্রিস উচ্চবিদ্যালয়) মাঠ, নিশ্চিন্তপুর, আশুলিয়া, সাভারে দুটি লিগ্যাল এইড ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে শতাধিক স্থানীয় নারী, পুরুষ, তরুণ ও শিশু অংশগ্রহণ করে। পাশাপাশি ব্লাস্টের জেলা অফিসগুলোও এই উপলক্ষে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করেছে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন