মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় প্রায় ৩ মাস পর নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি হলেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শশাঙ্ক রায়। গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সর্বশেষ গত ১২ অক্টোবর শাহজালাল পাড়ার সেকেন্দার ফরাজীর করোনা শনাক্ত হয়েছিল।
সরকারি হাসপাতাল সংলগ্ন কলেজ-হাসপাতাল সড়কের বাসিন্দা আশরাফুল আলম বাবু বলেন, গত ৩-৪ মাস ধরে আমরা একপ্রকার করোনামুক্ত ছিলাম। কিন্তু মঙ্গলবার হঠাৎ একজনের করোনা শনাক্ত হয়েছে, এটা চরম দুশ্চিন্তার বিষয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, তিন মাস পর নতুন করে এক শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এখন থেকে আমাদের সবাইকেই কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আক্রান্ত ওই শিক্ষকের বিষয়ে জীবিতেষ বিশ্বাস বলেন, এখানে ওমিক্রণ পরীক্ষা করা হয় না বলে নতুন যিনি শনাক্ত হয়েছেন তাঁর ওমিক্রন হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে তাঁর ওই বিদ্যালয়ের বাকি শিক্ষক-কর্মচারীদের গতকাল বুধবার করোনা পরীক্ষা করানোর জন্য হাসপাতালে ডাকা হয়েছে। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস বলেন, দুই ডোজ টিকা নেওয়ার পরও শশাঙ্ক রায় (৪৬) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমান তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁর বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা পরীক্ষা করাতে ও বিদ্যালয়টি স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।