মেহেরপুরের গাংনীতে আসাদুজ্জামান কনক বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসাদুজ্জামান কনক বিশ্বাস বামন্দী পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর নামে মাদকসহ আটটি মামলা রয়েছে।
গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জোড়পুকুরিয়া বাজারে অভিযান চালায়। র্যাব সদস্যরা জোড়পুকুর এলাকায় পৌঁছালে র্যাবের গাড়ি দেখতে পেয়ে আসাদুজ্জামান কনক বিশ্বাস দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান পাওয়া যায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের পক্ষ থেকে আসাদুজ্জামান কনক বিশ্বাসের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।