বগুড়ার সদর উপজেলায় ট্রাকচাপায় মো. আফতাব হোসেন নামের (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০ দিকে সদরের ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকার (ছিলিমপুর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব সদরের রহমাননগর এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন।
এসআই শামীম জানান, আফতাব সকালে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।