খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন আগামী ২২ ডিসেম্বর। গত বুধবার এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১৭টি পদে লড়বেন ৪০ জন প্রার্থী। চূড়ান্ত প্রার্থীরা হলেন সভাপতি পদে উপ-রেজিস্ট্রার জি এম লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান (লিপন) এবং উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান।
সহসভাপতির ২টি পদের জন্য লড়বেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম (বাবু), মো. আব্দুল্লাহ আলা মামুন, তানভীর হোসেন বাবু, উপপরিচালক মো. জাভেদ এলাহী এবং সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সহকারী রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান মিয়া, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মণ্ডল এবং সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী সহকারী রেজিস্ট্রার মিয়া মুহাম্মাদ সালাউদ্দিন (সুকর্ণ), সহকারী পরিচালক সুশান্ত কুমার বসু এবং সেকশন অফিসার শেখ আকতার হোসেন।