যশোরের কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান। গতকাল রোববার বিকেলে উপজেলার ত্রিমোহিনী বাজারে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের পক্ষে তাঁর ভাবি বিলকিস নাহার এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিলকিস নাহার দাবি করেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামানের নির্দেশে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ৩ কর্মী আহত হয়েছেন। এ ছাড়া তিনটি নির্বাচনী কার্যালয়সহ বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
লিখিত বক্তব্যে বিলকিস নাহার বলেন, ‘ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের কর্মী-সমর্থকেরা শনিবার সন্ধ্যায় বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের কাছে ভোট চাইতে যান। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামানের নির্দেশে সরাপপুর এলাকার কুন্ডুপাড়ায় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় রেজাউল ইসলাম, হাবিবুর রহমান ও রবিউল ইসলাম নামে দুজন কর্মী আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরেই সরাপপুর, মির্জানগর ও গোপালপুর এলাকায় আমাদের আনারস প্রতীকের তিনটি নির্বাচনী কার্যালয়, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের স্ত্রী শামিমা ইয়াসমিন কাজল, কর্মী রিজিয়া খাতুন, সাহেদা বেগম, মরিয়াম বেগম, সখিনা খাতুনসহ অনেকে।
এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বলেন, ‘যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে সেটা সত্য নয়। কোনো স্থানে যদি এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমার কর্মী-সমর্থকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’