চৌগাছায় পল্লী অর্থনৈতিক উন্নয়ন সংস্থা (পিডো) নামে একটি বেসরকারি সংস্থা থেকে গ্রাহকের ১ কোটি ২০ লাখ টাকা নিয়ে শাখা ব্যবস্থাপক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সলুয়া বাজার শাখার হিসাব রক্ষক ও দুজন মাঠকর্মী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। এর আগে সংস্থাটির আড়পাড়া বাজার শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে।
প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়েন সংস্থাটির সলুয়া বাজার শাখার হিসাবরক্ষক সুমন হোসেন। এ সময় এই শাখার দুই মাঠকর্মী আদুরী খাতুন এবং মুন্নী খাতুন তাঁর সঙ্গে ছিলেন।
লিখিত অভিযোগে বলা হয়, গ্রাহকদের বিভিন্ন হিসাবের প্রায় এক কোটি ২০ লক্ষ টাকাসহ ব্যবস্থাপক পালিয়ে যাওয়ার পর সংস্থার কার্যক্রম স্থগিত রয়েছে। তাঁর স্ত্রীর বড় বোনও তাদের সঙ্গে যোগসাজশে পালিয়েছে। আমাদের সাত মাসের বেতন বাকি। এখন গ্রাহকেরা তাঁদের টাকার জন্য আমাদের কাছে পীড়াপীড়ি করছেন।