Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ছোট পর্দার নতুন জুটি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছোট পর্দার নতুন জুটি

বড় পর্দার মতো টিভি নাটকেও প্রিয় জুটির কাজ দেখতে চান দর্শকেরা। মূলত দর্শকের পছন্দের ওপর ভিত্তি করেই তৈরি হয় নতুন জুটি। ইদানীং ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগ দেওয়ার কারণে নাটকে জনপ্রিয়তা পাচ্ছেন নতুন অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে জুটি হিসেবে দর্শকদের কাছে জনপ্রিয় উঠেছেন খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। ইতিমধ্যে এ জুটিকে দেখা গেছে বেশ কয়েকটি নাটকে। এগুলোর মধ্যে ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’, ‘দ্য ফার্স্ট কেস’ নাটকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের আগ্রহের কারণে নির্মাতারাও এ জুটিকে নিয়ে নতুন নতুন কাজের পরিকল্পনা করছেন।
রোজার ঈদের মতো আসন্ন কোরবানির ঈদেও একাধিক নাটকে একসঙ্গে দেখা যাবে খায়রুল বাশার ও সাদিয়া আয়মানকে। সম্প্রতি এ জুটি শেষ করেছেন ‘প্রিয় লাইলী’ নামের নাটকের কাজ। জামাল মল্লিকের পরিচালনায় সম্প্রতি মানিকগঞ্জে নাটকটির শুটিং হয়েছে। প্রিয় লাইলী নাটকে দেখা যাবে নব্বইয়ের দশকের সরল এক প্রেমের গল্প।

অভিনেতা খায়রুল বাশার বলেন, ‘এটা খুব ভালো লাগছে। দর্শক আমাদের জুটিকে ভালোভাবে নিচ্ছেন। সাদিয়া খুব ভালো অভিনয় করে। তার সঙ্গে অভিনয় করে কমফোর্ট ফিল করি। দর্শকের প্রশংসা আমাদের একসঙ্গে কাজ করতে আরও উৎসাহিত করে।’ খায়রুল বাশারের সঙ্গে জুটি গড়া নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘খায়রুল বাসার ভীষণ সহযোগিতাপরায়ণ একজন অভিনেতা। তার সঙ্গে এর মধ্যে কয়েকটি কনটেন্টে কাজ করেছি। দুজনের অভিনয় মানুষ ইতিবাচকভাবে নিয়েছেন। সবাই আমাদের জুটি পছন্দ করছেন, এটা খুব ভালো লাগছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ