পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কচুয়া উপজেলার কড়ইয়াতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম সওদাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক।
জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নৌকা প্রতীকের এই প্রার্থী।
জানা যায়, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মেশকাত হোসেন নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. জিসান আহমেদ পাটওয়ারী, মো. আমিনুল ইসলাম মালেক, মোহাম্মদ হালিম পাটওয়ারী, মো. রুহুল আমিন সিকদার, মো. আহসান হাবিব, পারভিন আক্তার মনোনয়নপত্র জমা দেন। পরে তাঁরা গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালাম সওদাগর একক প্রার্থী হিসেবে থেকে যায়।
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক বলেন, ‘কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট শেষে অন্য সকল ইউনিয়নের সঙ্গে তার গেজেট প্রকাশ করা হবে।’