Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কচুরিপানার কাগজে বড়দিনের উপহার

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া

কচুরিপানার কাগজে বড়দিনের উপহার

আর এক দিন পরই বড়দিন। আগৈলঝাড়ায়ও উদ্‌যাপিত হবে উৎসবটি। খ্রিষ্ট ধর্মের মানুষেরা এ দিনটিকে উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলায় বড়দিন উপলক্ষে কচুরিপানার কাগজ দিয়ে সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসসহ খেলনা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন প্রায় দু-হাজার দুস্থ ও বিধবা নারী।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) ও প্রকৃতি’র উদ্যোগে উপজেলার পাঁচটি কেন্দ্রের নারীরা পরিত্যক্ত ডোবা ও পুকুরের কচুরিপানা দিয়ে কাগজ বানিয়ে বানাচ্ছেন। তারপর ওই কাগজ দিয়ে তৈরি করছেন বড়দিনের সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি সাজানোর পণ্যসহ নানা উপহারসামগ্রী। ওই সংস্থার মাধ্যমে শৌখিন এসব খেলনা ও উপহারসামগ্রী ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

উপজেলার জোবারপার এন্টারপ্রাইজে গিয়ে কথা হয় ওই গ্রামের মনি বালার (৪৮) সঙ্গে।

মনি বালার মতো ওই এলাকার দুই হাজার অসহায় ও দুস্থ নারী এমসিসি’র আগৈলঝাড়ার ৫টি কেন্দ্রে কাজ করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মনি বালা বলেন, ‘অভাবের সংসারে ছেলে-মেয়েদের নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচেছিলাম। দুই বছর আগে এমসিসি’র তত্ত্বাবধানে আমি কচুরিপানা দিয়ে কাগজ বানিয়ে বড়দিনসহ বিভিন্ন অনুষ্ঠানের বাহারি উপহার ও খেলনা সামগ্রী তৈরি করছি। এতে তিনবেলা ভাত খেতে পারছি।’

মনি বালার আরেক সঙ্গী বিনা হালদার ও শিউলী বেগম বলেন, ‘প্রতিদিন একজন নারী শ্রমিকের এখানে ৩০০-৩৫০ টাকা আয় করছেন। ’

এমসিসি’র জোবারপাড় এন্টারপ্রাইজের ম্যানেজার পাপরী মন্ডল জানান, এখানে কাজ করা নারীদের মধ্যে অধিকাংশই স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় ও দুস্থ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ