ডুমুরিয়ায় ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) শেষ হওয়ার পর পরই নৌকার প্রার্থীর কর্মী সমার্থকদের ওপর বিদ্রোহীদের হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও নৌকার প্রার্থী সরদার আব্দুল গনি ও মো. ওবাইদুর রহমান, মোল্লা সোহেল রানা, আব্দুস সালাম মাঝি, খান আবুল বাশার প্রমুখ।