দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের নিষ্ক্রিয়তায় আত্রাই নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া সীমানার ২৫ একরের বেশি জায়গা দখলে রাখায় হুমকিতে পড়েছে নদের গতিপথসহ চলাচলের সড়ক।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এ বিষয়ে আজকের পত্রিকাকে জানান, মনিটরিং করা হচ্ছে, সংবাদ পেলে সেখানে যেতে যেতে ট্রাক পালিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে, সংবাদ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে এ সমস্যা সমাধানে প্রশাসনের দ্বারস্থ হয় স্থানীয় এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায় সারেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, উপজেলার শত গ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মাঝামাঝি বলদিয়াপাড়া বালুমহালটি শর্তসাপেক্ষে ইজারা নেন নশরতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর-এ আলম সিদ্দিকী ওরফে নয়ন।
কিন্তু তিনি ইজারার শর্ত না মেনে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। ডাম্প ট্রাক ব্যবহারে বিধিনিষেধ থাকলেও তা দিয়ে বালু পরিবহন করেন। শুধু তা-ই নয়, বালুমহালের সীমানা ২৫ একর ছাড়িয়ে বালু তোলা হচ্ছে ১০০ একরের বেশি জায়গাজুড়ে।
এদিকে ইজারাদার প্রতিষ্ঠানের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাকিব হাসানকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং ডাম্প ট্রাক দিয়ে পরিবহনের অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনুমোদন নেই।
তারপরও কেন ব্যবহার করছেন এমন প্রশ্নের জবাবে তিনি আজকের পত্রিকাকে বলেন, শর্তাবলিতে যা-ই উল্লেখ থাক, এসব ব্যবহার ছাড়া বালুমহাল চালানো সম্ভব নয়। এ সময় তিনি সব বালুমহালেই এসব ব্যবহার করা হয় বলে দাবি করেন।