কাউনিয়ার হারাগাছে তিস্তা নদীবেষ্টিত এলাকায় বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পল্লীমারী আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে ও যুব সমাজ সংস্থার আয়োজনে গত রোববার সন্ধ্যায় পল্লীমারী মাঠে এই আয়োজন করা হয়।
মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ও স্থানীয় পল্লিচিকিৎসক মাহফুজার রহমান বসুনিয়া।
প্রধান অতিথি আবদুর রাজ্জাক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ তরুণদের উদ্দেশে বলেন, খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে। তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহ্বান জানান।