মেক্সিকোয় অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় ৫৫ জন নিহতের ঘটনায় জড়িত মানব পাচারকারীদের ধরতে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং আঞ্চলিক অন্য দেশগুলো। গত শনিবার এ তথ্য জানিয়েছে মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস। এ-সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কার্যক্রমে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি যুক্ত থাকবে গুয়াতেমালা, ইকুয়েডর, হন্ডুরাস, নিকারাগুয়া ও ডমিনিক রিপাবলিক। অন্য দেশগুলোও চাইলে এতে অংশ নিতে পারবে। আইন অনুযায়ীই পাচারকারীদের ধরা হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
দারিদ্র্য ও সংঘাত থেকে রক্ষা পেতে মধ্য আমেরিকার হাজারও অভিবাসনপ্রত্যাশী মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। মানব পাচারকারীরা এ সুযোগে তাঁদের থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের অর্থ।