Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টঙ্গীবাড়িতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

টঙ্গীবাড়িতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ আক্তার হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এইচএসসির ফরম পূরণ বাবদ ৫ হাজার টাকা, বেতন বৃদ্ধি, উপবৃত্তির টাকা না দিয়ে তালবাহানা, অসৌজন্যমূলক আচরণ ও দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

গতকাল শনিবার বেলা ১১টায় কলেজে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা  অধ্যক্ষের অপসারণ দাবি করে কলেজ মাঠে বিক্ষোভ মিছিল করে।

বালিগাঁও আমজাদ আলী কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, ‘এইচএসসি ফরম পূরণ বাবদ বোর্ড ফি ১ হাজার ৭০ টাকা হলেও প্রিন্সিপাল স্যার আমাদের কাছে ৩ হাজার ৭০ টাকা দাবি করেন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’

অন্যদিকে প্রিন্সিপাল আক্তার হোসেন কলেজের ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের মামলায় ৬ বছর পলাতক থেকে ২০২০ সালে আবার কলেজে যোগদান করেন।

ওই মামলার বাদী কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুলতান খান জানান, অধ্যক্ষ দুর্নীতি মামলার আসামি হয়ে ৬ বছর পলাতক থেকে আদালত থেকে জামিন নিয়ে আইনের ফাঁকফোকরে কলেজে আবার যোগদান করে অনিয়ম শুরু করেছেন।

কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হাজী দুলাল জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, ফরম পূরণ চার্জ বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নাই।

কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন বেতন থাকায় বেতন পরিশোধ করতে বলা হয়। আমি নীতির বাইরে কোনো কাজ করিনি। ফরম পূরণ বাবদ শুধু বোর্ড ফি নেওয়া হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ